2017 সাধারন নির্বাচন ভোটার গাইড

Search for the candidates on your ballot by entering your address.

ভোটার গাইড বিষয়ে কিছু কথা

নির্বাচনে সিটির ভোটারদের অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য এই ভোটার গাইডটি নিউ ইয়র্ক সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড (CFB) কর্তৃক প্রণীত হয়েছে। প্রতিটি সিটি নির্বাচনের জন্য CFB একটি অনলাইন গাইড তৈরি করে। ব্যালট ছাপানোর সময় যেসকল প্রার্থীরা এতে থাকবেন বলে প্রত্যাশা করা হয় এই গাইডটি তাঁদের সকলের তালিকা থাকবে।

 

এই গাইডে থাকা প্রোফাইল ও ছবিগুলো প্রার্থী কর্তৃক CFB-র কাছে জমা দেওয়া হয়েছে, যাদের মধ্যে সকলেই ঘোষণা দিয়েছেন যে, তাঁদের জানামতে প্রদত্ত তথ্য সঠিক। প্রার্থীর বিবৃতিতে যে দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তা CFB-কে প্রতিনিধিত্ব করে না।

 

২০১৭-র অন্যান্য সাধারন নির্বা চন প্রতিদ্বন্দ্বিতা যা আমাদের অনলাইন গাইডে অন্তর্ভুক্ত নাই, সে সম্পর্কিত তথ্যের জন্য  করুন।

নির্বাচনী দিন ও সময়সীমা

অক্টোবর ১৩
সাধারণ নির্বাচনে ভোটার হিসাবে ডাকযোগে এবং সশরীরে নিবন্ধনের শেষ দিন।
আগামী বছরের প্রাইমারী নির্বাচনে ভোট দেয়ার জন্য দলীয় সম্পৃক্ততা পরিবর্তন করার শেষ দিন, যদি ইতিমধ্যেই নিউইয়র্কে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হন।
অক্টোবর ১৮
ঠিকানা পরিবর্তনের জন্য জমা দেয়ার শেষ তারিখ
অক্টোবর ৩১
ডাক যোগে এবসেন্টি ব্যালট আবেদন পাঠানোর শেষ দিন
নভেম্বর ৬
সশরীরে এবসেন্টি ব্যালট আবেদন জমা দেওয়ার শেষ দিন
ডাক যোগে এবসেন্টি ব্যালট আবেদন পাঠানোর শেষ দিন (নভেম্বরের ১৪ তারিখের মধ্যে অবশ্যই সিটি BOE তে পৌঁছতে হবে)
নভেম্বর ৭
নির্বাচনী দিন


আরও দেখুন