A smaller text A normal text A larger text

বোরো প্রেসিডেন্ট

যদিও বোরো প্রেসিডেন্ট আইন প্রণয়ন বা পাশ করতে পারেন না, তাঁরা তাঁদের বোরোর সংস্থাগুলোকে অনুদান দিতে পারেন (এ বাবদ সিটি বাজেটের প্রায় $4 মিলিয়ন আলাদা রাখা হয়); ভূমি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া, স্থানীয় কমিউনিটি বোর্ডগুলোয় ও সিটির প্ল্যানিং কমিশন যাঁরা ভূমি এবং নেইবারহুডের চাহিদা সংক্রান্ত পরামর্শ দেন সেখানে  সদস্য নিয়োগ দেন এবং তাঁদের বোরোর বাসিন্দাদের পক্ষে তদবির করেন ।


Loading...