

মেয়র
সিটি গভর্নমেন্টের নেতা হিসাবে, মেয়র সিটির পলিসি নির্ধারণ করেন এবং বাজেটওবোর্ডের প্রতনিধির নিয়োগ করেন ওই সব এজেন্সিতে, যেমন NYPD বা শিক্ষা বোর্ডের প্রধান সিটি কাউন্সিলের থেকে প্রাপ্ত বিলগুলোয় স্বাক্ষর দিয়া বা ভেটো করেও নির্বাহী আদেশ প্রদান করে, নিউ ইয়র্কবাসীদের দৈনন্দিন জীবনযাপন প্রভাবিত করেন ।
Loading...